ভাইরাল অডিও নিয়ে এবার সাংবাদিকদের মুখোমুখি কবীর সুমন। তাঁর ভাইরাল অডিও নিয়ে এবার বিশেষ বিবৃতি দিলেন তিনি। কবীর সুমনের অগচরেই তাঁর অডিও রেকর্ড করা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন কবীর সুমন। সাংবাদিকদের কোনও প্রশ্নের কোনও উত্তর তবে দেননি তিনি।
ভাইরাল অডিও নিয়ে এবার সাংবাদিকদের মুখোমুখি কবীর সুমন। তাঁর ভাইরাল অডিও নিয়ে এবার বিশেষ বিবৃতি দিলেন তিনি। কবীর সুমনের অগচরেই তাঁর অডিও রেকর্ড করা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন কবীর সুমন। সাংবাদিকদের কোনও প্রশ্নের কোনও উত্তর তবে দেননি তিনি। বিবৃতিতে কবীর সুমন বলেছেন, 'সম্ভবত ২৭ জানুয়ারি এক ব্যক্তি আমায় রিপাবলিক টিভি থেকে ফোন করেন, তার সঙ্গে আমার কথা হয় শুধুমাত্র টেলিফোনে। সেই কথাগুলি কোন মঞ্চ থেকে বা কোন সভায় প্রকাশ্যে ঘোষণা করিনি, তৃতীয় কোনো ব্যক্তির সামনেও নয়। ওই কলার আমায় বলেননি তিনি কল রেকর্ড করছেন এবং রেকর্ডিং তিনি সোশ্যাল মিডিয়ায় বা কোথাও প্রকাশ করবেন, আমি যা যা বলেছিলাম সব ওই ব্যক্তিকে টেলিফোনে। কথাটা সংবাদমাধ্যমের সামনে বলার জন্য আজ এই সাংবাদিক বৈঠক দেখেছি। এ প্রসঙ্গে বা অন্য কোন প্রসঙ্গে আমি আজ কোন প্রশ্ন নেব না। আপনারা এসেছেন এ জন্য ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।'