চলতি সপ্তাহেই মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা, তারা সুতিয়া ও রীতেশ দেশমুখ অভিনীত মারজাওয়া। বলিউডে দক্ষিণী সিনেমার আলাদা কদর রয়েছে। অতীতে বেশ কিছু দক্ষিণি ছবি বলিপাড়ায় আলোড়ন তুলেছিল। মারজাওয়া-ও সেরকমি এক দক্ষিণি ছবিরে রিমেক। আদ্যপ্রান্ত প্রেমের ছবি মারজাওয়া। ছবির ট্রেলারে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার লুর সকলকে মুগ্ধ করেছিল। ইয়ং জেনারেশনের অনেক তরুণীই এসেছিলেন প্রিয় অভিনেতাকে দেখতে। তবে ছবি নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
চলতি সপ্তাহেই মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা, তারা সুতিয়া ও রীতেশ দেশমুখ অভিনীত মারজাওয়া। বলিউডে দক্ষিণী সিনেমার আলাদা কদর রয়েছে। অতীতে বেশ কিছু দক্ষিণি ছবি বলিপাড়ায় আলোড়ন তুলেছিল। মারজাওয়া-ও সেরকমি এক দক্ষিণি ছবিরে রিমেক। আদ্যপ্রান্ত প্রেমের ছবি মারজাওয়া। ছবির ট্রেলারে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার লুর সকলকে মুগ্ধ করেছিল। ইয়ং জেনারেশনের অনেক তরুণীই এসেছিলেন প্রিয় অভিনেতাকে দেখতে। তবে ছবি নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
সিনেমায় তারা সুতিয়ার সঙ্গে সিদ্ধার্থর কেমিস্ট্রি বেশ চর্চায় রয়েছে। তবে প্রেমের ছবিতে হাজির ভিলেনও। এক ভিলেন খ্যাত রীতেশ দেশমুখ এই ছবিতেও অভিনয় করেছেন খল চরিত্রে। ছবির প্রচারে নায়ক এবং খালনায়ক দুজনেই হাজির হয়েছিলেন মুম্বইয়ের একটি মাল্টিপ্লেক্সে। দুই অভিনেতাকে দেখতে দর্শকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। ফ্যানেদের বায়না রেখে সেলফিও তোলেন দুই অভিনেতা। মারজাওয়া ছবিটির পরিচালনা করেছেন মিলাপ মিলান জাভেরি। রাকুল প্রিত সিংও রয়েছেন এক বিশেষ চরিত্রে।