বেশ কয়েক মাস ধরেই প্রস্তুতি চলছিল ইমন ও নিলাঞ্জনের বিয়ের। অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী ও সুরকার নিলাঞ্জন ঘোষ। ২ ফেব্রুয়ারি হাওড়ার বালি বাগিচা রাজবাড়িতে ছিল বিয়ের অনুষ্ঠান। বিয়ের আসরে ইমনের পরনে ছিল টুকটুকে লাল বেনারসি আর সাবেকি সাজ। অন্যদিকে নিলাঞ্জনের পরনে ধুতি ও পাঞ্জাবি। সব মিলিয়ে বিয়ের অনুষ্ঠান ছিল সাবেকিআনায় ভরপুর। আর এই সবের মধ্যে দিয়েই বাঁধা পড়ল দুটি মন। নতুন পথ চলা শুরু ইমন-নিলাঞ্জনের।