মিঠাই-এর সিডবাবু এবার ক্যামেরাম্যানের ভূমিকায়, ধরা পড়ল মিঠাই-এর ব্যাক স্টেজের কীর্তি কলাপ
মিঠাই-এর সিডবাবু এবার ক্যামেরাম্যানের ভূমিকায়, ধরা পড়ল মিঠাই-এর ব্যাক স্টেজের কীর্তি কলাপ | যেখানে মিঠাই-এর রাতুল রাত জেগে নাকি গান সুর তৈরি করেছে | মিঠাই-এর সকলকে সেই দুর্ধর্ষ সুর সে শোনাবে | ক্যামেরা হাতে এই মুহূর্তটাকে বন্দি করল আদ্রিত মানে সিড | রাতুল-এর রিয়াল লাইফ নেম উদয় প্রতাপ সিং মানে তিনি রাজপুত | ক্লাস এইটে থাকার সময় নাকি এই গান তিনি বেধেছিলেন, দাবি উদয়ের | ফের মিঠাই-এর সহকর্মীদের অনুরোধে গানটা রিক্রিয়েট করেছেন তিনি | ভিডিও দেখে বোঝাই যাচ্ছে আসলে শ্যুটিং-এর অবসরে এটা একটা মজার ভিডিও | আর এই মজার ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায় | মিঠাই-এর সিড আবার নিজে এই ভিডিও ফেসবুকে শেয়ারও করেছেন