Monami Ghosh viral video: পাহাড়ে গিয়ে মনের আনন্দে গান ধরলেন মনামী, ভিডিও ভাইরাল

Monami Ghosh viral video: পাহাড়ে গিয়ে মনের আনন্দে গান ধরলেন মনামী, ভিডিও ভাইরাল

Published : Jan 12, 2022, 01:01 PM IST

বেড়াতে যাওয়ার মতো রিফ্রেশমেন্ট হয়ত আর কিছুতেই নেই। একটু সুযোগ পেলেই তাই অভিনেত্রী মনামী ঘোষ বেরিয়ে পড়েন। মনামী পৌঁছিয়ে যান তাঁর পছন্দের জায়গায়। সেখান থেকে নানা মুহূর্তের ছবি শেয়ারও করেন তিনি।

বেড়াতে যাওয়ার মতো রিফ্রেশমেন্ট হয়ত আর কিছুতেই নেই। একটু সুযোগ পেলেই সকলে বেড়াতে যেতে পছন্দ করে। একটু সুযোগ পেলেই তাই অভিনেত্রী মনামী ঘোষ বেরিয়ে পড়েন। পৌঁছিয়ে যান তাঁর পছন্দের জায়গায়। সেখানে গিয়ে নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়া শেয়ারও করেন তিনি। আগেও তেমন ছবি দেখা গিয়েছে বহুবার। সোশ্যাল মিডিয়ায় তিনি ঘুরতে যাওয়ার ভিডিও তিনি আগেও বহুবার শেয়ার করেছেন। সেরকমই এক ভিডিও সামনে এল এবার। প্রকৃতির মাঝে গলা ছেড়ে গান গাইলেন মনামী। খালি গলায় গান ধরতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর অভিনয় দর্শকদের বরাবরই মুগ্ধ করেছে। এবার এই অভিনেত্রীকেই গান গাইতে দেখা গেল। তাঁর গান গাওয়ার এই ভিডিও যে একই ভাবে সকলকে মুগ্ধ করবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। এই ভিডিওয় পাহাড়ের মাঝে মনের আনন্দে গান গাইতে দেখা গিয়েছে তাঁকে।  
 

10:05Dhumketu Dev Subhashree: নৈহাটির বড়মার মন্দিরে দেব-শুভশ্রী, ধূমকেতু নিয়ে কী মানত এই জুটির?
08:21Khadaan : ২০ কোটি পেরোতেই দুবাইয়ে প্রিমিয়ার খাদানের, দেখুন কী বলছেন দেব-যীশুরা
07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব
10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও
03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও
18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র
10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব
03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো
05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা