বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নীল ও তৃণা। এই কথা এখন প্রায় সবারই জানা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাঁদের বিয়ের কাউন্টডাউন। বিয়ের দিন ঠিক হয়েছে ফ্রেব্রুয়ারির ৪ তারিখ। শুরু হয়ে গিয়েছে তাঁদের প্রি-ওয়েডিং ফটোশ্যুটও। আর তার ফাঁকেই চলছে তাঁদের রোম্যান্স। কখনও দেখা যাচ্ছে নীলের গালে মিষ্টি চুম্বন তৃণার। আবার কখনও গানের তালে নাচের ফাঁকে চলছে রোম্যান্স।