সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নেহা কক্কর ও রোহানপ্রীত সিং। বিয়ের পর থেকেই এক রকম লাইম লাইটে রয়েছে এই সেলেব দম্পতি। তাঁদের বিয়ের পোশাক নিয়ে চলেছে নানান রকম গসিপ। তবে সেই সব কিছুতে কান না দিয়েই নিজেদের মত করে তাঁরা তাদের নতুন জীবন উপভোগ করছেন। সেই সঙ্গেই চলছে চুটিয়ে রোমান্স। নেট দুনিয়ায় এখন তাঁদের হট কাপেল বলাই যায়। কখনও তাদরে দেখা যাচ্ছে প্রকাশ্যে চুম্বন করতে আবার কখনও গানের তালে চলছে রোমান্স। আপাতত এই সেলেব দম্পতি হানিমুনে সময় কাটাচ্ছেন। হানিমুনে গিয়ে চুটিয়ে চলছে তাঁদের রোম্যান্স। সেখানে সুমুদ্র সৈকতে প্রেম নিবেদন করতেও দেখা গেল রোহানপ্রীত সিং -কে।