বিয়ের পর থেকেই এখন একরকম খবরের শীর্ষে রয়েছেন নেহা কক্কর ও রোহানপ্রীত সিং। কখনও সোশ্যাল মিডিয়ায় তাদের দেখা যাচ্ছে রোম্যান্স করতে। কখনও আবার গানের তালে তালেই চলছে রোম্যান্স। সম্প্রতি এই নেহা কক্করকেই দেখা যাচ্ছে বেবি বাম্পে। বিয়ে হতে না হতেই তাঁর এই বেবি বাম্প নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। এবার তাঁকেই দেখা গেল বেবি বাম্প নিয়ে ফুচকা খেতে। বেবি বাম্প নিয়ে নেজেকে সামলাতে পারছেন না নেহা। তাই তাঁকে সামলাতে তাঁর সঙ্গেই আছেন স্বামী রোহানপ্রীত।