গরিব কৃষক পরিবারের গল্প এবার ধরা দেবে টেলিভিশনের পর্দায়, কৃষকদের হয়ে প্রতিবাদ করতে আসছে 'রিমলি'
Poulomi Nath | undefined | Feb 13 2021, 10:08 PM IST
সন্ধ্যে মানেই অনেকেই ধারাবাহিকে ডুব দেন
এবার এক নতুন ধারাবাহিক আসছে টেলিভিশনে
গ্রাম বাংলার মানুষের গল্প নিয়েই 'রিমলি'
গরিব কৃষক পরিবারের গল্প টেলিভিশনের পর্দায়
সন্ধ্যে মানেই অনেকেই ধারাবাহিকে ডুব দেন। এবার এক নতুন ধারাবাহিক আসছে টেলিভিশনে। গ্রাম বাংলার মানুষের গল্প নিয়েই 'রিমলি'। গরিব কৃষক পরিবারের গল্প টেলিভিশনের পর্দায়। উঠে আসবে কৃষক পরিবারের ভেতরের কাহিনি। রিমলির চরিত্রে এখানে এখা যাবে ইদিকা পাল। রিমলির বিপরীতে থাকছে উদয়। উদয়ের চরিত্রে দেখা যাবে জন ভট্টাচার্য -কে। এছাড়াও থাকছেন বিদীপ্তা চক্রবর্তী, মল্লিকা মজুমদার। অভিনয়ে থাকছেন আরও অনেকেই।