গুজব এড়িয়ে প্রকাশ্যে অসুস্থতার কারণ, কী বললেন অভিনেত্রী

রবিবার নিখিলের জন্মদিনের দিনই অসুস্থ হয়ে পড়েন নুসরত জাহান। সেদিন রাতেই তাঁকে তড়িঘড়ি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরের দিন সকাল থেকেই নয়া বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী তথা সংসদ। মাত্রা অতিরিক্ত ড্রাগ নেওয়ার জেরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় রিপোর্ট করেন। সেখান থেকেই শুরু হয় জল্পনা। 

রবিবার নিখিলের জন্মদিনের দিনই অসুস্থ হয়ে পড়েন নুসরত জাহান। সেদিন রাতেই তাঁকে তড়িঘড়ি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরের দিন সকাল থেকেই নয়া বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী তথা সাংসদ। মাত্রা অতিরিক্ত ড্রাগ নেওয়ার জেরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় রিপোর্ট করেন। সেখান থেকেই শুরু হয় জল্পনা। 

সোমবার বিকেলেই বাড়ি ফিরেছেন নুসরত। মঙ্গলবার রাতেই সকলের উদ্দেশে বার্তা দিলেন তিনি। জানালেন কোনও গুজবে কান না দিতে। সঙ্গে এদিন খোলসা করে বললেন তাঁর অসুস্থতার কারণও। তিনি এখন ভালোই আছেন। দুদিন বিশ্রাম নিলেই তিনি সুস্থ বোধ করবেন এবং কাজে যোগ দেবেন। সকলের ভালোবাসা ও আশির্বাদের জন্য ধন্যবাদও জানান এদিন তিনি। 

07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও