রবিবার নিখিলের জন্মদিনের দিনই অসুস্থ হয়ে পড়েন নুসরত জাহান। সেদিন রাতেই তাঁকে তড়িঘড়ি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরের দিন সকাল থেকেই নয়া বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী তথা সংসদ। মাত্রা অতিরিক্ত ড্রাগ নেওয়ার জেরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় রিপোর্ট করেন। সেখান থেকেই শুরু হয় জল্পনা।
রবিবার নিখিলের জন্মদিনের দিনই অসুস্থ হয়ে পড়েন নুসরত জাহান। সেদিন রাতেই তাঁকে তড়িঘড়ি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরের দিন সকাল থেকেই নয়া বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী তথা সাংসদ। মাত্রা অতিরিক্ত ড্রাগ নেওয়ার জেরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় রিপোর্ট করেন। সেখান থেকেই শুরু হয় জল্পনা।
সোমবার বিকেলেই বাড়ি ফিরেছেন নুসরত। মঙ্গলবার রাতেই সকলের উদ্দেশে বার্তা দিলেন তিনি। জানালেন কোনও গুজবে কান না দিতে। সঙ্গে এদিন খোলসা করে বললেন তাঁর অসুস্থতার কারণও। তিনি এখন ভালোই আছেন। দুদিন বিশ্রাম নিলেই তিনি সুস্থ বোধ করবেন এবং কাজে যোগ দেবেন। সকলের ভালোবাসা ও আশির্বাদের জন্য ধন্যবাদও জানান এদিন তিনি।