দুজনে যে সম্পর্কে রয়েছেন তা কখনও অস্বীকার করেননি অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী পত্রলেখা। সম্প্রতি মুম্বইয়ের জুহুতে ফের একসঙ্গে দেখা গেল এই লাভবার্ডকে।
দুজনে যে সম্পর্কে রয়েছেন তা কখনও অস্বীকার করেননি অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী পত্রলেখা। সম্প্রতি মুম্বইয়ের জুহুতে ফের একসঙ্গে দেখা গেল এই লাভবার্ডকে। গাড়ির সামনের আসনেই বসেছিলেন অভিনেত্রী। তবে গাড়ি থেকে নেমে ভক্তদের সঙ্গে সেলফি তুলতে দেখা গেল রাজকুমার রাওকে। বলিউডে যখন প্রতিদিনই নতুন নতুন সম্পর্কের সমীকরণ পাওয়া যায় সেখানে এই ফিল্মি কাপেলের একে অপরের প্রতি কমিটমেন্ট আলাদা করে নজর কাড়ে। বর্তমানে লিভ টুগেদার করলেও খুব সম্প্রতী বিয়ে করতে চলেছেন দুজনে। তবে দুজনের হাতেই রয়েছে একাধিক সিনেমা। বর্তমানে মেড ইন চায়না সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। ছবিটেত রাজকুমারের বিপরীতে রয়েছেন মৌনি রায়।