মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। ১৯৭১ সালে ন্যাশানাল ফিল্ম অ্যাওয়ার্ড পান তিনি। ১৯৯৯ সালে ভারত নির্মাণ পুরস্কার পান তিনি । ২০১১ সালে বঙ্গবিভূষণ সম্মান লাভ করেন। গীতশ্রী হিসেবে জনপ্রিয় ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।
প্রয়াত প্রখ্যাত সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। বার্ধক্যজনিত নানান সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছেন সঙ্গীতশিল্পী। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। ১৯৭১ সালে ন্যাশানাল ফিল্ম অ্যাওয়ার্ড পান তিনি। ১৯৯৯ সালে ভারত নির্মাণ পুরস্কার পান তিনি। ২০১১ সালে বঙ্গবিভূষণ সম্মান লাভ করেন। গীতশ্রী হিসেবে জনপ্রিয় ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এছাড়াওয় একাধিক পুরষ্কার পেয়েছেন তিনি। একাধিক ছবিতে গান গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকের ছায়া সঙ্গীত মহলে। সম্প্রতি পদ্মশ্রী পুরস্কার প্রত্যাখ্যান করেন তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যাও ছিল তাঁর। কিছুদিন আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। বাথরুমে পড়ে গিয়ে চোট পান বলেও জানা গিয়েছে। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। করোনা কাটিয়ে ঘরেও ফিরিছিলেন তিনি। অবশেষে মঙ্গলের সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়।