ওয়েব দুনিয়ায় এখন ওয়েব সিরিজের রমরমা। কম বেশি সকলেই ওয়েব সিরিজ দেখেন। একের পর এক নতুন ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে ওয়েব দুনিয়ায়। যার মধ্যে ইতিমধ্যেই বেশ কিছু ওয়েবসিরিজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ওয়েব দুনিয়ায় এখন ওয়েব সিরিজের রমরমা। কম বেশি সকলেই ওয়েব সিরিজ দেখেন। একের পর এক নতুন ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে ওয়েব দুনিয়ায়। যার মধ্যে ইতিমধ্যেই বেশ কিছু ওয়েব সিরিজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চিক ফ্লিক ওয়েব সিরিজটি প্রথম সিজিন মুক্তির পরই সারা ফেলেছিল ওয়েব দুনিয়ায়। এর প্রথম সিজন ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে মুক্তি পেয়েছিল একবছর আগেই। তবে থেকেই বেশ জনপ্রিয় এই সিরিজ। তাই এবার পালা দ্বিতীয় পর্বের। পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায় (Joydip Banerjee) মোটের ওপর ১৫টি ছবির সঙ্গে যুক্ত তিনি। এবার পালা চিক ফ্লিক সিজিন ২-র। মিল্কিওয়ে ফিল্মস-এর প্রযোজনায় চিকফ্লিক ২। অভিনয়ে রয়েছেন সুদীপা বসু, খরাজ মুখোপাধ্যায়, সায়ন ঘোষ, রাতশ্রী দত্ত, জিনা তরফদার, অনুজয় চট্টোপাধ্যায়, সবুজ বর্ধন, দুর্বার শর্মা, রানা বসুঠাকুর, দেবাশিষ সেনশর্মা, পলাশ হক, দেবরাজ ভট্টাচার্য, পৌষমিতা গোস্বামী শ্রীদীপ মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু দেওয়াজি, রাহুল সেনগুপ্ত প্রমুখেরা। এই সিরিজ-এর পরতে পরতে রয়েছে নানান টুইস্ট। কমিডি থ্রিলার জনারের এই সিরিজ। প্রথম সিজিনেই দর্শকদের মন জায় করে নিয়েছিল এই সিরিজ। সকলেই অপেক্ষায় ছিলেন দ্বিতীয় সিজিনের। অবশেষে প্রতিক্ষার অবসান, সদ্যই হয়ে গেল তার প্রিমিয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক-কলাকুশলীরা।