মেয়ে দিতিপ্রিয়াকে নিয়ে মার্কেটিং-এ বাবা প্রসেনজিৎ, সাতসকালে ভিড় জমল হাতিবাগানে

রবিবারের সকালে দেখা মিলল দিতিপ্রিয়া ও প্রসেনজিৎ-এর। বাবা প্রসেনজিৎ-এর হাত ধরে মার্কেটিং-এ বেরলেন মেয়ে দিতিপ্রিয়া। সাতসকালে হাতিবাগানের রাস্তায় বাংলার ছবির মেগাস্টার প্রসেনজিৎ। প্রসেনজিৎ-এর সঙ্গে আবার বাংলা ছবির নব প্রতিভা দিতিপ্রিয়া। যিনি আবার রানি রাসমণি চরিত্রের সুবাদে ঘরে ঘরে পরিচিত নাম। আসলে ১৭ জুন মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ ও দিতিপ্রিয়ার'আয় খুকু আয়'। বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ ও দিতিপ্রিয়া। ছবিতে প্রসেনজিৎ-এর নাম নির্মল মণ্ডল, দিতিপ্রিয়ার চরিত্রের নাম বুড়ি। 

সাতসকালে তিলোত্তমা হাজির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়।  বাবা প্রসেনজিৎ হাত ধরেই হেঁটে চলেছেন মেয়ে। আবার কখন চলন্ত গাড়ি থেকে মেয়ের হাত ধরে টেনে আনছেন নিজের দিকে। হাঁটাহাটির পাশাপাশি বায়নাক্কা জুড়ে দিয়েছেন মেয়ে। অবশেষে মেয়ের বায়নাক্কাতেই দাঁড়াতে হল সানগ্লাসের দোকানে। বেশ কয়েকটি সানগ্লাস দেখে তারপর বাছাই করে একটি সানগ্লাসও কিনে দিলেন প্রসেনজিৎ। তারপর আবার এগিয়েও গেলেন। এতক্ষণে সকলেই আসল বিষয়টি টের পেয়ে গেছেন। আসলে রাস্তায় ঘুরে ঘুরে কেনাকাটার পিছনে মূল বিষয়টি বুঝে গিয়েছেন সকলেই।  তবে প্রিয় তারকাদের এতটা কাছ থেকে এভাবে পাওয়াটাও অনেকে আশা করেনননি। কিন্তু হাতের এতটা নাগালে পেয়েও সুযোগটা কেউ হাতছাড়া করেননি। ততক্ষণে ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিও শুরু হয়ে গেছে। এর সঙ্গে ধাক্কাধাক্কিও চলছে জোরকদমে। 
 

07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও
Read more