Puja-Kunal wedding: পূজা-কুণালের বিয়েতে এলাহি আয়োজন গোয়ায়

জমকালো বাঙালি বিয়ের আসর বসতে চলেছে গোয়ায়। বিয়ের আগে হাতে মেহেন্দি, সবুজ লেহেঙ্গা পরেই নজর কাড়লেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ।  ১৫ নভেম্বর কুণাল ভার্মার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন পূজা বন্দ্যোপাধ্যায়। গতবছর লকডাউনেই রেজিস্ট্রি করে বিয়ে সেরে নিয়েছিলেন এই জুটি। করোনাই বাঁধা হয়ে দাঁড়িয়েছিল তাদের সামাজিক বিয়েতে। কম অতিথি নিয়ে বিয়ে হোক এটা কখনওই চাননি, জাঁকজমক বিয়ে করারই ইচ্ছে ছিল পূজা-কুণালের।  এবার সেই ইচ্ছেপূরণ হতে চলেছে এবং ধুমধাম করেই বিয়ে করতে চলেছেন জনপ্রিয় জুটি। পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা সর্বদাই রয়েছেন শিরোনামে।  ইতিমধ্যেই সপরিবরারে গোয়ায়  উড়ে গিয়েছেন পূজা ও কুণাল। গোয়াতেই বসতে চলেছে বাঙালি বিয়ের আসর। দুইজনেরই পরিবার , আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে বসছে বিয়ের জমকালো আসর। ইতিমধ্যেই বিয়ের আগের ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে হাতে মেহেন্দি, সবুজ রঙের লেহেঙ্গায় নজর কেড়েছেন পূজা। পূজা ও কুণালের মেহেন্দির অনুষ্ঠানেই টলিপাড়ার একঝাক তারকাদের উপস্থিতি লক্ষ করা গেছে। যেমন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা, ও অভিনেত্রী ঐন্দ্রিলা, এছাড়াও স্বনামধন্য গায়ক অনিক ধরকেও দেখা গেছে মেহেন্দির অনুষ্ঠানে। জমকালো বিয়ের আসর নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। তার উপর ছেলে কৃশিবকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা ও কুণাল। আর কী কী চমক থাকতে চলেছে তা সমস্তটা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

জমকালো বাঙালি বিয়ের আসর বসতে চলেছে গোয়ায়। বিয়ের আগে হাতে মেহেন্দি, সবুজ লেহেঙ্গা পরেই নজর কাড়লেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ।  ১৫ নভেম্বর কুণাল ভার্মার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন পূজা বন্দ্যোপাধ্যায়। গতবছর লকডাউনেই রেজিস্ট্রি করে বিয়ে সেরে নিয়েছিলেন এই জুটি। করোনাই বাঁধা হয়ে দাঁড়িয়েছিল তাদের সামাজিক বিয়েতে। কম অতিথি নিয়ে বিয়ে হোক এটা কখনওই চাননি, জাঁকজমক বিয়ে করারই ইচ্ছে ছিল পূজা-কুণালের।  এবার সেই ইচ্ছেপূরণ হতে চলেছে এবং ধুমধাম করেই বিয়ে করতে চলেছেন জনপ্রিয় জুটি। পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা সর্বদাই রয়েছেন শিরোনামে।  ইতিমধ্যেই সপরিবরারে গোয়ায়  উড়ে গিয়েছেন পূজা ও কুণাল। গোয়াতেই বসতে চলেছে বাঙালি বিয়ের আসর। দুইজনেরই পরিবার , আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে বসছে বিয়ের জমকালো আসর। ইতিমধ্যেই বিয়ের আগের ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে হাতে মেহেন্দি, সবুজ রঙের লেহেঙ্গায় নজর কেড়েছেন পূজা। পূজা ও কুণালের মেহেন্দির অনুষ্ঠানেই টলিপাড়ার একঝাক তারকাদের উপস্থিতি লক্ষ করা গেছে। যেমন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা, ও অভিনেত্রী ঐন্দ্রিলা, এছাড়াও স্বনামধন্য গায়ক অনিক ধরকেও দেখা গেছে মেহেন্দির অনুষ্ঠানে। জমকালো বিয়ের আসর নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। তার উপর ছেলে কৃশিবকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা ও কুণাল। আর কী কী চমক থাকতে চলেছে তা সমস্তটা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও