বর্তমান জেনারেশনের হার্টথ্রব রণবীর কাপুর। সারা বছরই শুটিং-এর কাজে ব্যস্ত থাকতে হয় কাপুর পরিবারের এই চিরাগকে। তার মাঝে অবশ্য পরিবারকে সময় দিতে ভোলেন না রণবীর। বান্দ্রার এক রেস্তোরাঁয় বাবা ঋষি কাপুর ও মা নিতু সিং-কে সঙ্গে নিয়ে হাজির হলেন ডিনার করতে। সঙ্গে ছিলেন দিদি রিদ্ধিমা ও তাঁর ফুটফুটে মেয়েও। ডিনারের পাশাপাশি সকলে মিলে একসঙ্গে ছবিও তোলেন তিনি। সামনেই মুক্তি পেতে চলেছে রণবীর অভিনীত ব্রহ্মাস্ত্র। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বান্ধবী আলিয়া ভাটকে। মাস কয়েক আগেই মার্কিন মুলুক থেকে চিকিৎসা করে দেশে ফিরেছেন ঋষি কাপুর। আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটাতে ব্যস্ত রয়েছেন তিনি।
বর্তমান জেনারেশনের হার্টথ্রব রণবীর কাপুর। সারা বছরই শুটিং-এর কাজে ব্যস্ত থাকতে হয় কাপুর পরিবারের এই চিরাগকে। তার মাঝে অবশ্য পরিবারকে সময় দিতে ভোলেন না রণবীর। বান্দ্রার এক রেস্তোরাঁয় বাবা ঋষি কাপুর ও মা নিতু সিং-কে সঙ্গে নিয়ে হাজির হলেন ডিনার করতে। সঙ্গে ছিলেন দিদি রিদ্ধিমা ও তাঁর ফুটফুটে মেয়েও। ডিনারের পাশাপাশি সকলে মিলে একসঙ্গে ছবিও তোলেন তিনি। সামনেই মুক্তি পেতে চলেছে রণবীর অভিনীত ব্রহ্মাস্ত্র। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বান্ধবী আলিয়া ভাটকে। মাস কয়েক আগেই মার্কিন মুলুক থেকে চিকিৎসা করে দেশে ফিরেছেন ঋষি কাপুর। আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটাতে ব্যস্ত রয়েছেন তিনি।