ক্যানসারে আক্রান্ত শিশুদের পাশে রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট অরগানাইজেশন ৩২৯১। সম্প্রতি ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। এই মহান কর্মযজ্ঞে তাদের সঙ্গী হতে দেখা গিয়েছে টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্তকে।
এখন অনেক শিশুই মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত। ক্যানসারে আক্রান্ত শিশুদের পাশে রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট অরগানাইজেশন ৩২৯১ এবং রোটারি ইন্টারন্যাশানাল ডিসট্রিক্ট। সম্প্রতি ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। এই মহান কর্মযজ্ঞে তাদের সঙ্গী হতে দেখা গিয়েছে টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্তকে। এছাড়াও অনুষ্ঠানে সামিল হতে দেখা গিয়েছে কৌশিকী চক্রবর্তীকে। এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হয়, সেখানে নাচ করতেও দেখা যায় ঋতুপর্ণাকে। তাঁর সঙ্গেই এদিন নাচ করেন তাঁর নাচের দলের ছেলে-মেয়েরাও। ক্যান্সার জয়ী খুদে শিল্পীরাও এদিনের অনুষ্ঠানে নাচ করে। দুই খুদে শিল্পীর নাচ দেখে মুগ্ধ ঋতুপর্ণা সেনগুপ্ত। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এবছর তারা এইরকম ১০০টি শিশুর পাশে দাঁড়াবে। এই অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন জনপ্রিয় সাংবাদিক গৌতম ভট্টাচার্য এবং জনপ্রিয় বাচিক শিল্পী রায়া ভট্টাচার্য। সব মিলিয়ে এক সুন্দর সন্ধ্যার আয়োজন ছিল সেখানে। এই অনুষ্ঠানের অংশ হতে পেরে ঋতুপর্ণার কতটা ভালো লেগেছে সেকথা নিজে মুখেই জানিয়েছেন অভিনেত্রী।