লকডাউনে কলকাতা নয় সিঙ্গাপুরে পরিবারের সঙ্গে দিন কাটছে ঋতুপর্ণা সেনগুপ্তর। সারাবছরই শুটিংয়ে ব্যস্ত থাকেন ঋতুপর্ণা। তাই বাড়িতে তেমন সময় দিতে পারেননা বললেই চলে। তবে দীর্ঘ দিন পরে এই লকডাউন যেন তাঁকে পরিবারের অনেকটা কাছাকাছি এনে দিয়েছে। তবে লক ডাউনেও শুটিংয়ের কাজ যেন একরকম থমকে গিয়েছে। অনেকেই কাজ হারিয়েছেন তাদের। তাই তাদের নিয়ে তিনি এখন বেশ চিন্তিত। তবে তিনি আশা করছেন আস্তে আস্তে আবারও শুরু হবে কাজ আগের মত পুরো দমে। সেই সঙ্গেই তাঁর বিশ্বাস পুজোয় মা দুর্গার আশির্বাদে সব আগের মত হয়ে যাবে। তবুও পুজোয় কলকাতায় আসা নিয়ে এখনও তিনি অনিশ্চয়তার মধ্যে আছেন, কারণ এবার হয়ত পুজোটা তাঁর সিঙ্গাপুরেই কাটবে তাঁর কলকাতায় আর আসা হবে না। এছাড়াও তিনি জানিয়েছেন এখন শুটিংয়ের জন্য নানান রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও শুটিং শুরু হওয়ার আগে ইন্সুরেন্সও করে দেওয়া হচ্ছে সুরক্ষার কথা মাথায় রেখেই। এই সব কথাই জানালেন ঋতুপর্ণা। তবে এই সবটাই তিনি জানেছেন সিঙ্গাপুরে বসে। এই সব কিছু চাক্ষুষ করা সম্ভব হয়নি তাঁর।