অঞ্জন দত্তের আগামী ওয়েব সিরিজ মাজার বাই দা সি তে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করলেন রূপঙ্কর বাগচী, সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলেন বিতর্কের সোজাসাপটা উত্তর | Rupankar Bagchi, who made his debut as an actor, responded to the taunt
অঞ্জন দত্তের আগামী ওয়েব সিরিজ মার্ডার বাই দা সি তে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করলেন রূপঙ্কর বাগচী | ছবিটি মুক্তি পাবে হইচই এ , সেখানে রূপঙ্কর একজন ফটোগ্রাফার | যদিও এর আগেও বেশ কিছু ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে | এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিতর্ক নিয়ে মুখ খুললেন | কথা বললেন এই ওয়েব সিরিজ নিয়েও | তিনি জানান কুরুচিকর মন্তব্যে তিনি কর্ণপাত করেনা |