তিন বছরে পা দিল সইফ আলি ও কারিনা কাপুরের পুত্র তৈমুর আলি। ছেলের জন্মিদেনর একদিন আগেই মুম্বইতে ধুমধাম করে পার্টি দেলন সইফিনা। ছোট্ট তৈমুরের সঙ্গে হইচইয়ে মাতলেন দিদিমা ববিতা কাপুর, মাসি করিশ্মা কাপুর। মেয়ে ইনায়াকে নিয়ে তৈমুরের জন্মদিনের পার্টিতে এসেছিলেন পিসি সোহা আলি খানও।
তিন বছরে পা দিল সইফ আলি ও কারিনা কাপুরের পুত্র তৈমুর আলি। ছেলের জন্মিদেনর একদিন আগেই মুম্বইতে ধুমধাম করে পার্টি দেলন সইফিনা। ছোট্ট তৈমুরের সঙ্গে হইচইয়ে মাতলেন দিদিমা ববিতা কাপুর, মাসি করিশ্মা কাপুর। মেয়ে ইনায়াকে নিয়ে তৈমুরের জন্মদিনের পার্টিতে এসেছিলেন পিসি সোহা আলি খানও। হাজির ছিল করিশ্মা দুই সন্তান কিয়ান ও সমীরাও। এছাড়াও ছেলেক যশকে নিয়ে বান্ধবী করিনার ছেলের জন্মদিনে এসেছিলেন পরিচালক করণ জোহর। দুই সন্তানকে নিয়ে এসেছিলেন জেনলিয়া ও রীতেশ দেশমুখও। কালো টি শার্ট এবং সাদা ট্রাউজার্স আর হান্টার শ্যু-তে তৈমুর ছিল খোশ মেজাজেই।