সেখানে দিন দুয়েক কাটিয়ে ফের বাড়ির উদ্দেশে রওনা।ঘোরাঘুরির সঙ্গে পাল্লা দিয়ে চলেছে পেটপুজো। সামুদ্রিক খাবার খেতে আগাগোড়াই ভালোবাসেন সন্দীপ্তা। দূর দেশে তাঁর রসনাতৃপ্তি হয়েছে স্কুইডের নানা পদ আর চিংড়ি দিয়ে।
সেখানে একদিন কাটিয়েই উড়ে যান পরবর্তী গন্তব্য কোরোনে। ঘুরে বেরিয়েছেন দ্বীপে-দ্বীপে। সমুদ্রের নীল জল, অচেনা মাছেদের ভিড়, রং-বেরঙের প্রবাল মুগ্ধ করেছে তাঁকে। 'সমুদ্রের ধরে এত নির্জনতা, এত শান্তি। ওখানে কিছুক্ষণ বসে থাকলেই মন ভরে যায়। আমি একদিন দুপুরের খাওয়াদাওয়া সেরে সৈকতে গিয়ে বসেছিলাম। বুঝতে পারিনি কখন ঘুমিয়ে পড়েছি', সন্দীপ্তার কণ্ঠে বিস্ময়।সবাই বলে, তাঁর পায়ের তলায় সর্ষে। অর্থাৎ একই জায়গায় মন টেকে না খুব বেশিদিন। ব্যস্ত রুটিনে সামান্য ফাঁক পেলেই বেরিয়ে পড়েন ইতিউতি। সন্দীপ্তা সেনের ভ্রমণ তালিকায় নয়া সংযোজন ফিলিপিনস।