সারা আলি খান ও জাহ্নবি কাপুর, বলিউডের দুই স্টার কিডস। তারকা সন্তান হলেও দুজনেই বলিউডে বানিয়েছেন নিজস্ব পরিচিতি। দুই ললনাই নিজেদের ফিটনেসের ব্যাপারে খুব সচেতন। মুম্বইয়ের খারের একটি জিমে নিয়মিত শরীরচর্চাও করেন তাঁরা। আর দুই কন্যাকে এক ঝলক দেখতে পাপারাৎজির দল ভিড় করে থাকে গেটের বাইরে।
সারা আলি খান ও জাহ্নবি কাপুর, বলিউডের দুই স্টার কিডস। তারকা সন্তান হলেও দুজনেই বলিউডে বানিয়েছেন নিজস্ব পরিচিতি। দুই ললনাই নিজেদের ফিটনেসের ব্যাপারে খুব সচেতন। মুম্বইয়ের খারের একটি জিমে নিয়মিত শরীরচর্চাও করেন তাঁরা। আর দুই কন্যাকে এক ঝলক দেখতে পাপারাৎজির দল ভিড় করে থাকে গেটের বাইরে। তবে বলিউডের নতুন হার্টথ্রবরা মিডিয়ার নজর সামলাতে ওস্তাদ। খুব সহজেই পাপারাৎজিদের এড়িয়েই গাড়িতে উঠে পড়লেন দুই নায়িকা। এত কাছে পেয়েও দুই তারকাকে ক্যামেরাবন্দি করা থেকে বঞ্চিত হল পাপারাৎজির দল।