আন্তর্জাতিক পুরষ্কার থেকে পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড এমনকি অস্কার রয়েছে তাঁর ঝুলিতে। তিনি সত্যজিত রায়। তাঁর অসাধারণ সব আবিষ্কারের মধ্যে দিয়ে আজও তিনি বাঙালির মনে প্রাণে রয়ে গিয়েছেন। বাবা সুকুমার রায়ের হাত ধরে সাহিত্য জগতে তাঁর হাতেখড়ি। বিশ্বভারতীতে পড়াকালীন কবিগুরুর সান্নিধ্যে থাকার সুযোগ আসে তাঁর। ১৯৫৫ সালে সরকারি ঋণ নিয়ে নির্মাণ করেন তাঁর প্রথম চলচ্চিত্র পথের পাঁচালি। চলচ্চিত্র জগতে শুরু হয় তাঁর যাত্রা। এর পর একের পর এক অসাধারণ সব চলচ্চিত্র বাঙালীদের উপহার দিয়েছেন তিনি। শুধু চলচ্চিত্র নয় একাধিক বইও লিখেছেন তিনি। পরিচালনা থেকে সাহিত্য রচনা, তিনি ছিলেন সমান পারদর্শী। শুধু তাই নয় অসাধারণ ছবিও আঁকতেন তিনি। এহেন শিল্পী বাঙালির মনে চির অমর হয়ে থাকবেন।