বছর শেষে এখন উৎসবের মরসুম। সকলেই পিকনিক আর না হলে পার্টি করতে মত্ত। নতুন বছর আসার আনন্দে এখন সকলেই মেতেছে। আর সেই আনন্দেই নাচে মত্ত রচনা বন্দ্যোপাধ্যায়। কখনও আগুনের সামনে নাচতে দেখা যাচ্ছে তাঁকে। কখনও আবার এমনই নাচছেন মনের আনন্দে। ক্যাপশনে আবার দিয়েছেন নিজের সঙ্গে সময় কাটাচ্ছোন তিনি। সব মিলিয়ে উৎসবের মরসুমে আনন্দে আত্মহারা অভিনেত্রী।