হাতে আর কিছু দিনের অপেক্ষা। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। টলিউডে এখন জনরপ্রিয় কাপেল তারা। আর সেই কাপেলই বিয়ের আগে ব্যস্ত রোম্যান্স করতে। বিয়ের আগে ইতিমধ্যেই তৃণা সেড়ে ফেলেছেন ব্যাচেলোরেট পার্টি। এবার তৃণা ও নীলকে দেখা গেল রোম্যান্স করতে। বিয়ের আগে প্রেমে হাবুডুবু খাচ্ছেন দুজনেই। হিন্দি গানের তালে তালে চলছে রোম্যান্স। সব মিলিয়ে বিয়ের আগে প্রেম জমে উঠেছে তাঁদের।