৩০ নভেম্বর জন্মদিন সুপারস্টার জিৎ-এর। সুপারস্টার জিৎ-এর ফ্যানের সংখ্যা নেহাত কম নয়। এই জিৎকেই মেয়ের সঙ্গে দেখা যায় এক অন্য মেজাজে। পর্দায় সে কখনও বচ্চন, কখনও সুলতান আবার কখনও বস।
৩০ নভেম্বর জন্মদিন সুপারস্টার জিৎ-এর। সুপারস্টার জিৎ-এর ফ্যানের সংখ্যা নেহাত কম নয়। এই জিৎকেই মেয়ের সঙ্গে দেখা যায় এক অন্য মেজাজে। পর্দায় সে কখনও বচ্চন, কখনও সুলতান আবার কখনও বস। তবে মেয়ে বা পরিবারের সঙ্গে তিনি একেবারেই ফ্যামিলি ম্যান। তাঁকে কখনো দেখা যায় মেয়ের চুল বেঁধে দিতে। কখনও অবার অটো করে মেয়ে স্ত্রী কে নিয়ে বেড়াতে যেতে। এবার তাঁকে দেখা গেল একেবারেই অন্য মেজাজে। সুপারস্টার নাকি মেয়ের সঙ্গে রাইডসে চড়তে ব্যস্ত। মেয়ের সঙ্গেই যেন নিজের শৈশবে ফিরে গেলেন অভিনেতা। শ্যুটিং এর ব্যস্ততা কাটিয়ে সবসময় তিনি ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দিয়ে এসেছেন। সার্থক অর্থেই তিনি মিস্টার পার্ফেক্ট। নিজের ছবির প্রিমিয়ারেও স্ত্রী এবং কন্যাকে নিয়েই সাংবাদিকদের সামনে ধরা দেন সুপারস্টার। তবে মাঝে মাঝেই নিজেদের এই মিষ্টি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন জিৎ। এবারও তার ব্যতিক্রম হল না। মেয়ের সঙ্গে এই সুন্দর মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি।