বং-বিউটি শ্রদ্ধা দাস সম্প্রতি তাঁর হট ফোটো শ্যুটের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগালেন।
হলুদ রঙের ব্লেজারের সঙ্গে হলুদ ট্রাউজার পড়েছেন শ্রদ্ধা। ব্লেজারের বোতাম খোলার ভঙ্গি তে পোজ দিচ্ছেন, বিশেষ নজর কেড়েছে তাঁর ব্লেজারের ফাঁকে দৃশ্যমান পার্পল কালারের লেস-ডিজাইনের অন্তর্বাস টি। আরেকটি ছবি তে ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী, বোতাম খোলা ব্লেজারের সৌজন্যে হালকা বেগুনি রঙের লেস দেয়া অন্তর্বাস টির মধ্যে দিয়ে দেখা যাচ্ছে সুগঠিত বক্ষ-বিভাজিকা। ছবি তে দেখা যাচ্ছে কোমরে হাত দিয়ে দাড়িয়ে রয়েছেন অভিনেত্রী, গলায় মাল্টিপল লেয়ারের গোল্ডেন চোকার টি দারুন মানানসই। ঠোঁটে হালকা গোলাপী গ্লসি লিপ শেড যেন নেশা ধরিয়ে দেয়।সাথে ব্রাউন হেয়ার কালার টি খুবই মানানসই।