সঙ্গীত জগতে ফের নক্ষত্রপতন। প্রয়াত সঙ্গীতশিল্পী-সুরকার বাপ্পি লাহিড়ি। মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত গায়ক। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। গত বছর এপ্রিল মাসে তাঁর করোনা ধরা পড়ে।
সঙ্গীত জগতে ফের নক্ষত্রপতন। প্রয়াত সঙ্গীতশিল্পী-সুরকার বাপ্পি লাহিড়ি। মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত গায়ক। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। গত বছর এপ্রিল মাসে তাঁর করোনা ধরা পড়ে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া-তে আক্রান্ত হয়ে মৃত্যু। ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি লাহিড়ি। টলিউড-বলিউড মিলিয়ে অসংখ্য ছবিতে সুর দিয়েছেন তিনি। ‘শরাবি’, ‘আশা ও ভালবাসা’, ‘অমর প্রেম’, ‘ডিস্কো ডান্সার’, প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন তিনি। মা-বাবার কাছেই পান প্রথম গানের তালিম। মা-বাবা নাম দিয়েছিলেন অলোকেশ, জনপ্রিয় হন বাপ্পি নামে। সর্ব ভারতীয় খ্যাতি অর্জন করেছিলেন তিনি। প্রসঙ্গত, সোমবার রাতেই সঙ্গীত জগতে নেমে আসে অন্ধকার প্রয়াত হন সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর পর ২৪ ঘন্টাও কাটেনি এরই মাঝে আরও এক নক্ষত্রপতন। প্রয়াত সঙ্গীতশিল্পী-সুরকার বাপ্পি লাহিড়ি। অন্যদিকে কিছুদিন আগেই প্রয়াত হন লতা মঙ্গশকর। তাঁর প্রয়াণে শোকের ছায়া সঙ্গীত জগতে।