দেশ জুড়ে শুরু বড়দিন সেলিব্রেশন। সেই তালিকা থেকে বাদ পড়লেন না সোনাক্ষীও। সম্প্রতি অ্যাঞ্জেল এক্সপ্রেস ফাউন্ডেশনে বড়দিন সেলিব্রেশন হল মহাসমারহে। সেখানেই উপস্থিত ছিলেন সোনাক্ষী সিনহা। বলি-তারকাকে উদ্দেশ করে অনুষ্ঠান করল শিশুরা। এদিন অনুষ্ঠানে এসে সোনাক্ষী জানান, প্রতিবছরই তিনি ভাবেন কীভাবে বড়দিন পালন করবেন, তবে তাঁর মতে শিশুদের সঙ্গে এই দিনটি কাটানোর পরিকল্পনাই সেরা। শুক্রবারই মুক্তি পেয়েছে সোনাক্ষী সিনহার ছবি দাবাং থ্রি। প্রথম দিনে বক্স অফিসে এই ছবি আয় করল ২৪ কোটি টাকা।