গোলাপি , সাদা ঝালর উড়ছে। সাটিনের পোশাক। তার উপরে জড়োয়া আর মুক্তোর কাজ। পোশাকের কিছু অংশ এমন ভাবে মেলে ধরা, যেন মনে হচ্ছে স্বর্গোদ্যান। তাতে আপন খেয়ালে দাঁড়িয়ে এক ঈশ্বরী। তবে ভুল ভাঙতেই বোঝা গেল, এই দেবীর নাম সোনম কপূর।
গোলাপি , সাদা ঝালর উড়ছে। সাটিনের পোশাক। তার উপরে জড়োয়া আর মুক্তোর কাজ। পোশাকের কিছু অংশ এমন ভাবে মেলে ধরা, যেন মনে হচ্ছে স্বর্গোদ্যান। তাতে আপন খেয়ালে দাঁড়িয়ে এক ঈশ্বরী। তবে ভুল ভাঙতেই বোঝা গেল, এই দেবীর নাম সোনম কপূর। ৯ জুন, অভিনেত্রীর জন্মদিনে একটি ফটোশ্যুটের ছবি ভাইরাল হয়েছে। যেখানে সেই ঈশ্বরীর সাজে দেখা গিয়েছে সোনমকে। অন্তঃসত্ত্বা নায়িকা তাঁর স্ফীত উদরে হাত রেখে পরীর সাজে দাঁড়িয়ে রয়েছেন এক স্থাপত্যের দুয়ারে। মাতৃত্বকালীন রূপও এত সুন্দর! ৩৭ বছরের অভিনেত্রীর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না, এমনটাই বলছেন ভক্তরা।