অভিনয়ে ছেড়ে এখন গানে মন দিয়েছেন সৃজিত পত্নী মিথিলা। হাতে গিটার আর সেই সঙ্গেই গাইছেন একটা ইংরেজি গান। সম্প্রতি সৃজিত পত্নী মিথিলাকে এই ভাবেই দেখা গেল। এই ভিডিওই এখন দেখা যাচ্ছে সেশ্যাল মিডিয়ায়। তাঁর গানের ভিডিও আগেও বেশ কয়াকবার দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে বেশিরভাগ সময়েই বাংলা গান শোনা যায় তাঁর গলায়। এবার তবে তাঁর গলায় শোনা গেল ইংরেজি গান। এর আগেও তাঁকে বহুবার দেখা গিয়েছে গিটার হাতে। এক সৃজিতও বসে ছিলেন তাঁর পাশেই। সেখানে তিনি জানিয়েছিলেন সৃজিত তাঁর মোরাল সাপোর্ট। শুধু তাই নয় সেই ছবিতে দেখা গিয়েছে সৃজিত বেশ মন দিয়ে গান শুনছেন মিথিলার। তবে কি তাঁর অনুপ্রেরণাতেই এমন সব অসাধারণ গান গাইছেন মিথিলা। আর তাঁর এই গানের ভিডিও শেয়ার করেছেন সৃজিত।