আরও সঙ্কটে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ভেন্টিলেশনে দেওয়া হলেও সঙ্কট এখনও কাটেনি তাঁর। কোভিড আক্রান্ত হয়ে সপ্তাহখানেক আগে বেলভিউয়ে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রথমদিকে ভালো করেই কথা বলা ও খাওয়া-দাওয়া করছিলেন। কিন্তু, সময় যত গড়িয়েছে ততই আচ্ছন্নতা বেড়েছে সৌমিত্রর। শুক্রবার তাঁর অবস্থার অবনতি হয়, যার ফলে আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। প্রথমে বাইপ্যাপ ভেন্টিসেশনে দেওয়া হয়। পরে, মঙ্গলবার সকালে সেখান থেকে ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। ১৫ সদস্যের মেডিক্যাল বোর্ড সর্বদা তাঁর চিকিৎসায় নজর রাখছেন। শনিবার তাঁকে দু'ইউনিট প্লাজমা দেওয়া হয়। রবিবার আরও এক উইনিট প্লাজমা দেওয়া হয়। এছাড়াও তাঁকে উচ্চ মাত্রায় অক্সিজেনও দিতে হয়েছে। শনিবার কিছুটা অবস্থার উন্নতি হয় তাঁর। তবে পরে দেখা দিতে থাকে নানান শারীরিক সমস্যা। সেড়ে ওঠার পথে মূল বাধা হয়ে দাঁড়ায় কো-মর্বিডিটি। এছাড়াও কিছু পুরনো শারীরিক সমস্যা জটিল করছে পরিস্থিতি। সোডিয়াম-পটাশিয়াম ভারসাম্যের তারতম্য ঘটছে বারবার। যার ফলে কোনওভাবেই আচ্ছন্নতা কাটছে না। পুরনো ক্যানসারের বাড়াবাড়ি শুরু হয়েছে আবার নতুন করে। যার প্রভাব পড়েছে ফুসফুস এবং মস্তিষ্কে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সুস্থতার প্রার্থনায় এখন বাঙালিরা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও আসছে সুস্থতা জানিয়ে বার্তা। সৌমিত্র-র শারীরিক অবস্থা নিয়ে খোঁজ রাখছে ফরাসী দূতাবাসও।