সদ্যই একটি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী। ভিডিওয় প্রথমে শুভশ্রীকে দেখা গিয়েছে সাজগোজ করতে। ভিডিও শুরু হতে না হতেই ক্যামেরার দিকে এক ঘুষি। এক ঘুষিতেই বদলে যেতে দেখা গিয়েছে শুভশ্রীর পোশাক।
সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হামেশাই তাঁকে নানান ছবি সোশ্যাল মিডিয়ায় শোয়ার করতে দেখা যায়। ছবি থেকে শুরু করে ভিডিও সবই সোশ্যাল মিডিয়েয় তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করেনেন তিনি। অধিকাংশ সময়ই অবশ্য তাঁকে দেখা যায় ইউভানের। মা হিসাবে শুভশ্রী যে কতটা কেয়ারিং তা তাঁর সোশ্যাল মিডিয়া ফলো করলেই বেশ বোঝা যায়। তবে একজন মা ছাড়াও তিনি একজন অভিনেত্রী, তাই তাঁর নিজেরও একটা জগৎ রয়েছে। অভিনয়ের এই গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের সব সময়েই দেখা যায় তাক লাগানো সব সাজে। এবরই তেমনই এক সাজে ক্যামেরায় ধরা দিলেন শুভশ্রী। সদ্যই একটি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী। ভিডিওয় প্রথমে শুভশ্রীকে দেখা গিয়েছে সাজগোজ করতে। ভিডিও শুরুতে তাঁকে সাজগোজ করতে দেখা গেলেও ভিডিও শুরু হতে না হতেই ক্যামেরার দিকে এক ঘুষি ছুড়ে দেন তিনি। আর সেই এক ঘুষিতেই বদলে যেতে দেখা গিয়েছে শুভশ্রীর পোশাক। তবে সবটাই রিল ভিডিওকে আকর্ষণীয় করে তোলার জন্যই তিনি করেছেন।