শুরু হতে চলেছে দিদি নম্বর ওয়ান সিজন ৯। রচনাকে সঙ্গে নিয়ে ফিরছে দিদি নম্বর১। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দিদি নম্বর১ সিজন ৯। তারই অপেক্ষায় বসে এখন দিদি দিদি নম্বর১ এর ভক্তরা। দিদি নম্বর ১ সিজন ৯-এর বিশেষ পর্বে থাকছে বিশেষ অতিথিরা।
দীর্ঘদিন ধরে চলে আসছে জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১'। প্রতিটা বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই রিয়্যালিটি শো। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ একটি প্রচার ঝলকের মাধ্যমে জানিয়ে ছিলেন, শেষ হয়ে যাচ্ছে এত বছর ধরে চলতে থাকা জনপ্রিয় রিয়্যালিটি শো। জনপ্রিয় রিয়্যালিটি শো হঠাৎ শেষ কেন হচ্ছে তা নিয়ে হাজারও প্রশ্ন উঠতে শুরু করে। সেই সঙ্গেই অনেকেরই মন খারাপও হচ্ছিল ধারাবাহিকের শেষ হওয়ার খবর। শো হঠাৎ করে কেন বন্ধ হয়ে যাচ্ছে তা নিয়ে হাজারো প্রশ্ন ওঠে দর্শকদের মধ্যে। তবে সব প্রশ্নের উত্তর দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের যে প্রোমো রিলিজ করা হয়েছে, তাতে সিজন ৯-এর ঝলক বেশ মন কেড়েছে দর্শকদের। রচনা বাংলার দিদিদের সঙ্গে একটি সম্পূর্ণ নতুন রূপে দর্শকদের সামনে আসবেন। চ্যানেল কর্তৃপক্ষ জানাচ্ছেন আগে কখনও দেখা যায়নি এমন ফর্ম্যাট। "নতুন রূপে নতুন সাজে" ট্যাগ লাইন নিয়ে আসছে দিদি নম্বর ১। শুরু হতে চলেছে দিদি নম্বর ওয়ান সিজন ৯। রচনাকে সঙ্গে নিয়ে ফিরছে দিদি নম্বর১। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দিদি নম্বর১ সিজন ৯। তারই অপেক্ষায় বসে এখন দিদি দিদি নম্বর১ এর ভক্তরা। দিদি নম্বর ১ সিজন ৯-এর বিশেষ পর্বে থাকছে বিশেষ অতিথিরা। নতুন রূপে সেজে উঠেছে দিদি নম্বর১-এর মঞ্চ।