শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক রানি রাসমণি। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং। ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিংয়ে দেখা গেল রানিমা-কেও।
শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক রানি রাসমণি। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং। ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিংয়ে দেখা গেল রানিমা অর্থাৎ দ্বিতীপ্রিয়াকে। শেষ দিনে মন ভার ধারাবাহিকের কলাকুশলীদের। এদিন অনেকের চোখেই দেখা গেল জলও। শেষ দিনে রানিমা-র বেশেই দেখা গেল দ্বিতীপ্রিয়াকে। মন খারাপ দ্বিতীপ্রিয়ার, ছয় মাস আগে থেকে ধারাবাহিকে আর দেখা যাচ্ছিল না দ্বিতীপ্রিয়াকে। দ্বিতীপ্রিয়া জানালেন, ছয় মাস আগেও জানতাম রসমণি চলছে যখন ইচ্ছে হবে সেখানে যেতে পারব। ইচ্ছে হলেই শ্যুটিং ফ্লোরে ছুটেও যেতেন দ্বিতীপ্রিয়া তবে এখন আর হবে না বলেই জানালেন দ্বিতীপ্রিয়া। ধারাবাহিক ছাড়লেও ধারাবাহিক এত দিন চলছিল কিন্তু এখন থেকে আর চলবে না ধারাবাহিক, মন খারাপের মাঝেই জানালেন মানি রাসমণি। তবে শুধু দ্বিতীপ্রিয়াই নয় মন খারাপ ধারাবাহিকের পরিচালক থেকে অন্যান্যদের। শেষ দিনে সবার মুখ ভার। এশিয়ানেটের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি।