দীর্ঘ লড়াইয়ের অবসান, প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত কন্যা পৌলমী। বেলা ২ টোর সময় গল্ফগ্রিনের বাড়িতে তাঁকে নিয়ে যাওয়া হয়। তার পর সেখান থেকে টেকনিশিয়ান স্টুডিও। সেখানে ২ ঘন্টা রাখা হব তাঁর মর দেহ। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় রবীন্দ্রসদনে। রবীন্দ্রসদনে ২ ঘন্টা রাখা হবে তাঁকে। তার পরে সেখান থেকে পদ যাত্রা করে তাঁকে নিয়ে যাওয়া হবে শ্মশানে। কেওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে সেখানে। সেই সঙ্গেই মমতা বন্দ্যাপাধ্যায় সরকারকেও বিশেষ কৃতজ্ঞতা জানালেন সৌমিত্র কন্যা পৌলমী বসু।