দীর্ঘ সময়ের লড়াই শেষ, প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকের ছায়া চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে রাজনৈতিক জগতেও। বেলা ১২ টা ১৫ মিনিটে বেলভিউ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবারের পাশে দাড়িয়েছেন তিনি। সৌমিত্র কন্যা পৌলমীর সঙ্গে প্রথম থেকেই ফোনে যোগাযোগ ছিল তাঁর, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।