ঊর্মি নানান কাণ্ড দেখতে অভ্যস্ত এই পথ যদি না শেষ হয়-এর দর্শকরা। সরকার বাড়িতে আসতে আসতে নানা নিয়ম কানুন শিখছে ঊর্মি। বাস্তবে অবশ্য সব কাজেই বেশ পটু ঊর্মি অর্থাৎ অন্বেষা। সরস্বতী পুজোয় তাঁকে দেখা গেল একটানা শঙ্ক বাজাতে। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই ভিডিও শেয়ার করেন।
সদ্যই সরস্বতী পুজোয় মেতেছিল গোটা বাংলার মানুষ। সরস্বতী পুজে কম বেশ সকলের ঘরেই হয়। এখন ধারাবাহিকেও দেখা যাচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোয় মেতেছিল সকলের প্রিয় ধারাবাহিক আমাদের এই পথ যদি না শেষ হয়। ঊর্মি-র নানা কাণ্ডে মেতে থাকে এই পথ যদি না শেষ হয়-এর দর্শকরা। সরকার বাড়িতে এসে আসতে আসতে নানান নিয়ম কানুন শিখছে ঊর্মি। ঊর্মির অভিনয় হামেশাই দর্শদকের মন কাড়ে। স্বরস্বতী পুজো থেকে শুরু করে ২৬ সে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস কিছুই তার দেখা হয়ে ওঠেনি ছোট বেলা থেকে। আর তাই সবেতেই অবুঝের মতো প্রশ্ন করে বসে সে। উর্মির এই ছেলে মানুষী দর্শকদের খুব প্রিয়। কিন্তু অন্বেষা কিন্তু বাস্তবে সবেতেই পটু। আর তাই দেখুন সরস্বতী পূজায় কেমন একটানা সাখ বাজালেন অভিনেত্রী। আর সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী ।