অন্তঃসত্ত্বা নুসরাত জাহানকে নিয়ে উত্তাল টলিপাড়া। অথচ সাত মাস স্বামী নিখিলের থেকে আলাদা থাকছেন নুসরত। অন্যদিকে সামনেই দু'বছর পূর্ণ হতে চলেছে নুসরত-নিখিলের বিয়ের। নুসরতের মা হওয়ার খবর এখনও নাকি মেনে নিতে পারছেন না নিখিল। তাঁর বিরুদ্ধে নাকি মামলাও করেছেন নিখিল জৈন। এবার এই নুসরতকে নিয়ে আরও এক নতুন খবর এল সামনে। সেপ্টেম্বরেই নাকি মা হতে চলেছেন নুসরত। এমনই তথ্য এবার উঠে এল সামনে।