ছোট পর্দায় বেশ পরিচিত মুখ তিয়াসা রায়। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামা চরিত্রের হাত ধরে জনপ্রিয়তা পান তিনি। গত কয়েকমাস আগেই শেষ হয়েছে ‘কৃষ্ণকলি’। সোশ্যাল মিডিয়ায় তবে বেশ অ্যাকটিভ তিয়াসা রায়। বাঙালি বধূর সাজ ছেড়ে শরীরচর্চায় ব্যস্ত অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এল এমনই এক ভিডিও।
ছোট পর্দার বেশ পরিচিত মুখ তিয়াসা রায়। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামা চরিত্রের মধ্য দিয়ে জনপ্রিয়তা পান অভিনেত্রী। গত কয়েকমাস আগেই শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। সন্ধ্যা সাড়ে সাতটায় জি বাংলার পর্দায় শ্যামাকে দেখতে না পেয়ে মন খারাপ তাঁর অনুরাগীবৃন্দদের। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তিয়াসা। তাঁকে হামেশাই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নানান ভিডিওয়। কখনও শ্যামার বেশে কখনও আবার ওয়েস্টার্ন পোশাকে। বাঙালি বধূর সাজ ছেড়ে এবার তাঁকে দেখা গেল শরীরচর্চার পোশাকে। আপাতত শরীরচর্চা করতেই ব্যস্ত অভিনেত্রী তিয়াসা রায়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে শরীর চর্চা করতে ব্যস্ত তিনি। কখনো ট্রেডমিলে দৌড়চ্ছেন আবার কখনও ওয়েট লিফটিং করছেন। সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এল এমনই এক ভিডিও। সব মিলিয়ে জোর কদমে যে তাঁর শরীরচর্চা চলছে তা বেশ বোঝা যাচ্ছে।