বছর শেষে উৎসবের আমেজ এখন সর্বত্র। আর এই বড়দিনের আনন্দেই মেতেছে টলি তারকারা। বড়দিনে নিজের ছেলেকে নিয়েই ব্যস্ত কোয়েল। সান্তক্লজের সাজেই দেখা গেল এই ক্ষুদে তারকাকে। বড়দিনের আনন্দে মেতেছেন অভিনেত্রী কৌশানিও। সবার উদ্দেশ্যে জানালেন বড়দিনের শুভেচ্ছা বার্তা। ছোট্ট ইউভানকে সঙ্গে নিয়েই বড়দিন কাটছে রাজ-শুভশ্রির। চলতি বছরেই উপহার হিসেবে তাঁরা পেয়েছেন ইউভানকে। তাই গিফ্ট বক্সেই দেখা গেল তাকে। জিংগেল গান ধরেছেন অপরাজিতা আঢ্য। সেই সঙ্গেই সান্তাক্লজের পোশাকে দেখা গেল তাঁকে। করোনা বিধি মেনে বড়োদিন পালনের কথা বললেন তিনি। সেক্সি সান্তার বেশে দেখা গেল দর্শনা -কে। সকলকে বড়দিনের শুভেচ্ছা জানালেন তিনি।