বর্তমানে অনলাইনের যুগে চলছে ওয়েব সিরিজের রমরমা। অবসর সময়ে বিনোদনের জন্য অনেকেই বেছে নেন ওয়েব সিরিজ। করোনা আবহে লকডাউনের মাঝে এই ওয়েব সিরিজের প্রধান্য বেড়েছে আগের থেকে অনেকটাই। ছোট থেকে বড় সকলেরই এখন বিশেষ অকর্ষণের বিষয় এই সমস্ত ওয়েব সিরিজ। ২০২০ -তে মুক্তি পেয়েছে বেশ কিছু ওয়েব সিরিজ যা ইতিমধ্যেই বেশ জনপ্রীয়। পাতাল লোক থেকে অসুর ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের এছাড়াও 'ফোর মোর শর্টস প্লিজ', 'অভয়', 'পঞ্চায়েত' যা ইতিমধ্যেই বেশ জনপ্রীয়। একেবারে অন্য ধাঁচের এই সমস্ত ওয়েব সিরিজের একের পর এক সিজিন আসছে যা ইতিমধ্যেই মানুষের মন জয় করে নিয়েছে।