মিঠাই ধারাবাহিকের সকলের প্রিয় উচ্ছেবাবু মানে আদ্রিত এবার মজেছে ড্রামে , মিঠাইের শ্যুটিং ফাঁকে তিনি ড্রাম বাজালেন
মিঠাই ধারাবাহিকের সকলের প্রিয় উচ্ছেবাবু মানে আদ্রিত এবার মজেছে ড্রামে | মিঠাইের শ্যুটিং ফাঁকে তিনি ড্রাম বাজালেন | আমারা সকলেই জানি আদ্রিত অভিনয়ের পাশাপাশি খুব সুন্দর গান গায় | কম বেশি সকলেই আদ্রিতের গান শুনেছি | এবার তিনি একটি ভিডিও পোষ্ট করেন , সেখানে তাকে ড্রাম বাজাতে দেখা যাচ্ছে | ভিডিওটি তুলে দেন মিঠাই এর আরেক অভিনেতা জন |