উরফি জাভেদ। বলিউডের ভাইরাল নামগুলির মধ্যে একটি। অবাক করা নানা রকম পোশাক পরে রীতিমত ভাইরাল তিনি। টেলিভিশন দুনিয়ার চেনা নাম উরফি। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে তিনি নেটিজেনদের কাছেও অত্যান্ত জনপ্রিয়।
উরফি জাভেদ। বলিউডের ভাইরাল নামগুলির মধ্যে একটি। অবাক করা নানা রকম পোশাক পরে রীতিমত ভাইরাল তিনি। টেলিভিশন দুনিয়ার চেনা নাম উরফি। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে তিনি নেটিজেনদের কাছেও অত্যান্ত জনপ্রিয়। প্রায় নিত্যদিনও উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু আপলোড করেন-যা ভাইরাল না হয়ে যায় না। বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে তাঁর। তাঁর সাহসী ফ্যাশান নিয়ে দিনভরই আলোচনা চলে। অবাক হয়ে যায় নেটজেনরা। কিন্তু ভুলে গেলে চলবে না উরফির মতই আলোচনার বিষয় তাঁর মোট সম্পত্তি। স্পটবয়ই -এর মতে উরফির মোট সম্পত্তির পরিমাণ ৪০-৫৫ লক্ষ টাকা। আরও একটু বুকে হাত দিয়ে বসুন। এবার বলছি উরফি প্রতিটি সিরিয়ালের জন্য পর্ব হিসেবে প্রায় ২৫-৩৫ হাজার টাকা চার্জ নেন। বলিউডে গুঞ্জন উঠতি টিভি স্টারদের মধ্যে উরফি অনেকটাই বেশি পারিশ্রমিক হিসেবে নেন।