প্যান্টির উপরে প্যান্টি পরে চরম বিদ্রুপের শিকার উরফি জাভেদ

সোশ্যাল মিডিয়ায় উরফি জাভেদের আকর্ষণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিগ বসের খ্যাতি এবং তার অস্বাভাবিক সাহসী স্টাইল সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সর্বশেষ ভিডিওটিতে তাকে বহু রঙের দড়ির সাথে একটি নীল বিকিনিতে দেখা যাচ্ছে।তার চুলের কার্ল এবং ন্যূনতম মেক-আপ তার চেহারার সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। তিনি ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, 'শীত না গ্রীষ্ম? বর্ষা!' 
 

তার সর্বশেষ পোশাকের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে, একজন ব্যবহারকারী কমেন্টে কৌতুক করেছেন, 'কুছ তো ছোর দে কি আব মেটগালা জা কর মানেগি (ছেড়ে দিন, ইনি মেট গালায় না যাওয়া পর্যন্ত বিশ্রাম নেবে না)।' অন্য একজন পরামর্শ দিয়েছেন, 'মাছ ধরার জাল লাগানো ভালো ছিল… সেটা নেক্সট লেভেল হতে পারত…'। রিল ভিডিয়োয় নানা ধরনের মুখভঙ্গি করেছে উরফি। আর তা দেখেই নেটিজেনরা লেগে পড়েছে কটাক্ষ করতে। কেউ লিখেছেন, এই মেয়েটা এমন মুখ করে ফোটো তোলে কেন কে জানে!তবে এদিন ট্রোলিং হল উরফির ঠোঁটখানা নিয়ে। একজন লিখলেন, ‘ঠোঁটে সার্জারি করাল না কি’! আর তাতে অপর ব্যক্তির জবাব, ‘ও গরীব তারকা। আমি নিশ্চিত ওটা পিঁপড়ের কামড়ের ফল’।

বিগ বস ওটিটি বিজয়ী উরফির নতুন চেহারা দেখে এতটাই আশ্চর্য হয়েছিলেন যে তিনি লিখেছেন, 'ভালোবাসি, মুঝে দে (এটা আমাকে দাও)।' আরেকজন মন্তব্য করেছেন, 'জাল মে ফাসি হুই মাছলি (জালে আটকা পড়া মাছ)।' যদিও উরফির এই পোস্টটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। উরফির এর আগের একটি পোস্টে নীল ব্রা এবং প্যান্টিতে আগের ছবিগুলি তার নিপল শোয়ের জন্য তাকে বেশ স্লাম করেছে৷ অভিনেত্রী অবশ্য পাল্টা জবাব দিয়েছিলেন, 'আমি একটি ত্বকের রঙের ব্রা পরেছি, এটি স্বচ্ছ নয়! এছাড়াও, আমি নিপ কভার পরেছি, তাই আপনি যদি আমার নিপগুলি দেখতে পান তবে আপনি যে ড্রাগ গ্রহণ করছেন তা আপনাকে বিকৃত ভাবে হ্যালুসিনেট করাচ্ছে।'
সম্প্রতি নিজের নামও বদলে ফেলে সকলকে চমকে দিয়েছেন বিগ বস ওটিটি-র এই প্রাক্তন প্রতিযোগী। নিজের নামের সঙ্গে একটা অতিরিক্ত ‘O’ যোগ করেছেন। URFI-র জায়গায় এবার থেকে তাঁর নাম হল UORFI। অর্থাৎ উচ্চারণ একই থাকছে। এই প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন এক অ্যাস্ট্রোলজার তাঁকে বলেছে, এতে তিনি বেশি কাজ পাবেন।

10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও04:05RG Kar Protest : '২৩ দিন হয়ে গেল, প্রয়োজনে পথে নামবো' রবিবাসরীয় কলকাতার রাজপথে প্রতিবাদের গর্জন
Read more