খোলামেলা আড্ডায় সৌগত এবং নয়না। সদ্যই বিয়ের ৬ বছর উদযাপন করেছেন দু'জনে। বিয়ের ৬ বছর পরেও এখনও দু'জনেই একই রকম আছেন। খোলামেলা আড্ডায় জানালেন দু'জনেই। অসাধারণ রান্না করেন নয়না, জানালে সৌগত।
ভালোবাসার দিনে ভালোবাসায় মজে সকলে। ভ্যালেনটাইন্স ডে সবার কাছেই খুব স্পেশাল। সবাই এই বিশেষ দিনটাকে বিশেষভাবে উদযাপন করেন। খোলামেলা আড্ডায় টলি তারকা সৌগত এবং নয়না। সদ্যই বিয়ের ৬ বছর উদযাপন করেছেন দু'জনে। দেখতে দেখতে জীবনের ৬টা বসন্ত একসঙ্গে কাটিয়ে ফেলেছেন তাঁরা। বিয়ের ৬ বছর পরেও এখনও দু'জনেই একই রকম আছেন, খোলামেলা আড্ডায় জানালেন দু'জনেই। দু'জনের একে অপরের প্রতি ভালোবাসাই একসঙ্গে বেঁধে রেখেছে তাঁদের। খোলামেলা আড্ডায় নিজেদের প্রেমের গল্পও শোনালেন নয়না। কীভাবে শুরু হয়েছে সৌগত এবং নয়নার প্রেম সেই গল্পও শোনালেন তাঁরা। অসাধারণ রান্না করেন নয়না, জানালে সৌগত। নয়নার রান্না যে কতটা পছন্দ করেন সৌগত সেকথা নয়নাও নিজে মুখেই বললেন। ভ্যালেনটাইন্স ডে-এর আগেই প্রেম শুরু সৌগত-নয়নার। সৌগত-র কাছে ভালো থাকা মানে সবাইকে নিয়ে ভালো থাকা। নয়নাকে আড্ডার মাঝেই তারকাটা বললেন সৌগত।