প্রেম দিবসে ভালোবাসায় মজে রয়েছেন সকলে। এই প্রেম দিবসেই রত্নপ্রিয়ার সঙ্গে জুটি বাঁধলেন ঋত্বিক। অন্বেষা-কে বাদ দিয়ে রত্নপ্রিয়ার সঙ্গেই প্রেম দিবস উদযাপন ঋত্বিকের।
বর্তমানে বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় মুখ ঋত্বিক মুখোপাধ্যায়। এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে অন্বেষা হাজরার বিপরীতে তাঁকে দেখা যাচ্ছে। ঊর্মি এবং সাত্যকির প্রেম দর্শকদের প্রিয়। তবে এই প্রেম দিবসেই সত্যকিকে দেখা গেলনা ঊর্মির সঙ্গে। অন্বেষা নয় অন্য নায়িকার সঙ্গে প্রেম দিবস উদযাপন করতে দেখা গেল ঋত্বিককে। প্রেম দিবসে ভালোবাসায় মজে রয়েছেন সকলে। আর এই প্রেম দিবসেই রত্নপ্রিয়ার সঙ্গে জুটি বাঁধলেন ঋত্বিক। অন্বেষা-কে বাদ দিয়ে রত্নপ্রিয়ার সঙ্গেই প্রেম দিবস উদযাপন ঋত্বিকের। প্রেম দিবসেই মুক্তি পেল রত্নপ্রিয়া ও ঋত্বিক-এর মিউজিক ভিডিও। 'ফিরিয়ে নিস'-এই মিউজিক ভিডিওয় দেখা যাচ্ছে দু'জনকে একসঙ্গে। পঞ্চমের আড্ডায় আড্ডা জমালেন দুই তারকা। মিউজিক ভিডিও নিয়ে এশিয়ানেটের সঙ্গে খোলামেলা আড্ডায় রত্নপ্রিয়া-ঋত্বিক। সেই সঙ্গেই আড্ডা দিলেন বং স্টুডিও প্রযোজনা সংস্থার কর্ণধার কষ্ণেন্দু বোস। জানালেন মিউজিক ভিডিওর ভাবনা। মিউজিক ভিডিও নিয়ে নানান গল্প শোনালেন তিনি। রত্নপ্রিয়া এবং ঋত্বিকের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথাও শোনালেন তিনি।