১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিনে আসছে ভালোবাসার গান। আসতে চলেছে অনুপম রায়-এর গান 'পুতুল আমি'। এই গানে দেখা যাবে রিদ্ধি এবং সুরঙ্গনাকে। গানের মধ্যে দিয়ে উঠে আসবে এক মিষ্টি প্রেমের গল্প। ইতিমধ্যেই সামনে এসেছে গানের টিজার। ভালোবাসার এই গান মুক্তির অপেক্ষায় এখন সকলে।
অনুপম রায়-এর গান মানেই তাতে থাকবে ভালোবাসার ছোঁয়া। তাঁর গানের অগুন্তি ভক্ত এখন তাঁর নতুন গানের জন্যই অপেক্ষা করে রয়েছে। আর তাই ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিনে আসছে এক ভালোবাসার গান। আসতে চলেছে অনুপম রায়-এর গান 'পুতুল আমি'। এই গানে দেখা যাবে রিদ্ধি এবং সুরঙ্গনাকে। গানের মধ্যে দিয়ে উঠে আসবে এক মিষ্টি প্রেমের গল্প। ইতিমধ্যেই সামনে এসেছে গানের টিজার। ভালোবাসার এই গান মুক্তির অপেক্ষায় এখন সকলে। অনুপম রায়ের কথা এবং সুরে এই গান। মিউজিক ভিডিওয় এই প্রথম একসঙ্গে দেখা যাবে রিদ্ধি এবং সুরঙ্গনাকে। ঋদ্ধি আর সুরঙ্গনা ছাড়া মিউজিক ভিডিওতে দেখা যাবে অনুপম রায়কেও। এই গান নিয়ে এশিয়ানেটকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ঋদ্ধি এবং সুরঙ্গনা জানান এই গান নিয়ে তাদের অভিজ্ঞতার কথা। শনিবার কলকাতার এক হোটেলে অনুষ্ঠানিক ঘোষণা করা হয় অনুপম রায়ের প্রথম মিউজিক ভিডিও 'পুতুল আমি'-র। ভালোবাসার দিনে এই গান শোনার অপেক্ষায় এখন সঙ্গীতপ্রেমীরা।