চাঁদের হাট বললে কম বলা হবে। কে নেই এখানে। নুরসৎ জাহানের রিসেপশান আলো করে রয়েছেন ডাকসাইটে নেতা থেকে গোটা টলিউড। মুখ্যমন্ত্রী নিজে আশীর্বাদ করেছেন এই জুটিকে। অনুষ্ঠান মঞ্চ থেকেই নুসরত ধন্যবাদ জ্ঞাপন করলেন সেই সব কুশলীকে যারা তাঁর মেকাপ ও পোশাক বিন্যাসের পরিকল্পনা করেছেন। সাংবাদিকদের আবদার রেখে ক্যামেরার সামনে একে অন্যেকে আলিঙ্গনও করলেন এই দম্পতি। রইল সেই ভিডিও-