সোশ্যাল মিডিয়ায় এখন রিলের রমরমা। এই রিল ভিডিওয় এখন মজে রয়েছেন টলি তারকা থেকে বলি তারকারা। তারকাদের হামেশাই দেখাযায় রকমারি রিল বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে। সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে আসে তারকাদের নানা অ্যাকটিভিটি।
সোশ্যাল মিডিয়ায় এখন রিলের রমরমা। এই রিল ভিডিওয় এখন মজে রয়েছেন টলি তারকা থেকে বলি তারকারা। তারকাদের হামেশাই দেখাযায় রকমারি রিল বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে। সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে আসে তারকাদের নানা অ্যাকটিভিটি। কখনও ফটোশ্যুটের রিল দেখা যায় তো কখনও নাচে গানে তারকারা ঝড় তোলেন নেট দুনিয়ায়। টলি তারকা দিতিপ্রিয়া থেকে শুরু করে সন্দীপ্তাকে হামেশাই দেখা যায় রিল বানাতে। অন্য়দিকে বলিউডের সারাআলিও মাঝে মধ্যেই রিলে নজর কাড়েন। তাঁদের এমনই নানান রিল ভিডিও উঠে এল সোশ্যাল মিডিয়ার হাত ধরে। শর্ট ড্রেসে ফটোশ্যুট দিতিপ্রিয়ার। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট হতেই ভাইরাল। সকাল সকাল ঘুম থেকে উঠে কী করছেন ঊষসী। অভিনেত্রী পোস্ট করলেন নিজের মর্ণিং ভিডিও। উদ্দাম নাচে মজলেন সন্দীপ্তা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নতুন রিল। সাদা ডিজাইনার লেহেঙ্গায় সাজলেন সারা আলি। সুন্দর পোশাক পরতেই নেচে উঠল সারার মন। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন পূজা হেজ। সাঁতার পোশাকে নজর কাড়লেন নেটিজেনদের।